ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ৫ নং ইউনিয়নের নাট মন্দির ও দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম। সোমবার 30 তারিখ রাতে তিনি পূজা মণ্ডপে উপস্থিত হয়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় ইউনিয়নের সকল ওয়ার্ডের সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা তার সঙ্গে ছিলেন। পাশাপাশি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরাও উপস্থিত থেকে নিরাপত্তা ব্যবস্থায় অংশ নেন।
চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের শক্তি। দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে ইউনিয়ন পরিষদ সর্বদা পাশে থাকবে।”
স্থানীয়দের সঙ্গে আলাপ করে জানা যায়, পূজামণ্ডপে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকেও বাড়তি নজরদারি জোরদার করা হয়েছে।