মাগুরায় পারিবারিক বিরোধের জেরে দিনে দুপুরে মো. জাকির হোসেনের লিজ নেওয়া ৪৫ শতক জমির ৫ শতাধিক ধরন্ত কলাগাছ কেটে দিয়েছে দূর্বৃত্তরা। রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে মাগুরা সদর উপজেলার ভায়না শান্তিবাগ এলাকায় এ ঘটে।
জমির মালিক জাকির হোসেন জানান, আমার ছোট ভাই মো. বিপ্লব হোসেন ও চাচাচো ভাই নওয়াবুল ইসলামের মধ্যে জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে নবাব চুকদারের নেতৃত্বে শাওন চুকদার, নিবির চুকদার, মেহেদী চুকদার,সহ ২০ থেকে ২৫ জন আমার লিজ নেওয়া জমির ৪৫০ টি ধরন্ত কলাগাছ কেটে দিয়েছে। এ কলা বিক্রি করেই আমার সংসার চলতো। এখন আমি সবকিছু হারিয়ে সর্বশান্ত হয়ে পড়েছি। তাদের সমস্যা আমার ছোট ভাইয়ের সাথে কিন্তু শুধু শুধু কেন তারা আমার এত বড় ক্ষতি করলো? আমি এর সঠিক বিচার চাই।
এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আয়ুব আলী জানান, এ ঘটনা শোনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।