মুন্সিগঞ্জ: মা দুর্গার আবাহন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে আজ রবিবার (২৮/০৯/২০২৫) মুন্সিগঞ্জে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। জেলার ৩৫৮টি মণ্ডপে ঢাকের বাদ্য আর শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে আকাশ-বাতাস। সকাল থেকেই ভক্তরা ভিড় জমিয়েছেন মণ্ডপে মণ্ডপে। মহাষষ্ঠীর দিনে কল্পারম্ভ ও ষষ্ঠী তিথিতে দেবীর মূর্তিতে চোখ আঁকা হয় এবং বেলতলায় দেবীর মন্ত্র পাঠের মাধ্যমে শুরু হয় পাঁচ দিনব্যাপী এই উৎসব।
এবার মুন্সিগঞ্জের ছয়টি উপজেলায় গত বছরের চেয়ে মণ্ডপের সংখ্যা সামান্য বেড়েছে, যা উৎসবের ব্যাপকতা নির্দেশ করে। সদর, টঙ্গিবাড়ী, সিরাজদিখান, শ্রীনগর, লৌহজং এবং গজারিয়ায় প্রতিটি মণ্ডপেই তৈরি হয়েছে উৎসবের আমেজ। পূজা কমিটির নেতারা জানিয়েছেন, শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে আসছে এবারের দুর্গাপূজা। বিভিন্ন মণ্ডপে প্রতিমার সাজসজ্জায় আধুনিকতার পাশাপাশি লোকজ শিল্পকলার ছাপ দেখা যাচ্ছে। আলোকসজ্জা ও দৃষ্টিনন্দন প্যান্ডেলে রাতের মুন্সিগঞ্জ হয়ে উঠেছে আরো ঝলমলে।
এদিকে, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উৎসবের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। জেলার প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা। জেলা প্রশাসক ও পুলিশ সুপার ইতিমধ্যেই বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন এবং সুষ্ঠুভাবে পূজা সম্পন্ন করার ব্যাপারে আশ্বাস দিয়েছেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল স্তরের মানুষ এই উৎসবে সামিল হয়ে মুন্সিগঞ্জের হাজার বছরের ঐতিহ্যবাহী সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবে বলে আশা করা হচ্ছে। আগামী দিনগুলোতে মহাসপ্তমী, মহাষ্টমী, মহানবমী এবং বিজয়া দশমীর আয়োজনে মেতে থাকবে মুন্সিগঞ্জবাসী।