জামায়াতের কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী পাঁচ দফা দাবিতে সারা বাংলাদেশে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় তারই অংশ হিসেবে মুন্সিগঞ্জ জেলার, লৌহজং উপজেলার, মালির অংক বাজারে, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন সহ ৫ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী লৌহজং উপজেলা শাখা বিক্ষোভ মিছিল করেন।
উক্ত মিছিলে মুন্সিগঞ্জ ২ লৌহজং টঙ্গীবাড়ি জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, অধ্যাপক এ বি এম ফজলুল করিম বলেন, আমরা লক্ষ্য করছি জনগণের দাবি সমূহ কার্যকর করার কোন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। এমত অবস্থায় জনগণের দাবি আদায়ের জন্য গণআন্দোলনের কোন বিকল্প নেই।
তাই জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগনের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্ররূপেরূপে, গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ৫ দফা কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
উক্ত মিছিলে আরোও উপস্থিত ছিলেন, উপজেলা আমির জামাল উদ্দিন , পদ্মা সেতু উত্তর থানার আমির মুফতি এসএম আনোয়ার হোসাইন, সহ লৌহজং উপজেলা এবং পদ্মা সেতু উত্তর থানার দায়িত্বশীল, কর্মী, এবং সাধারণ জনগণ।