কক্সবাজারের মহেশখালীতে বজ্রপাতে মোহাম্মদ সুমন (২৮) নামে এক চিংড়ি প্রজেক্ট শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুমন ওই এলাকার পশ্চিম পাড়ার মঞ্জুর আলমের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বদরখালী জেনারেল হাসপাতালের আবাসিক ডাক্তার রাকিবুল হোসাইন।
স্থানীয় সূত্র জানায়, নয়াকাটা ঘোনা চিংড়ি প্রজেক্টে শ্রমিক হিসেবে কর্মরত সুমন বজ্রপাতে আহত হন। পরে সহকর্মীরা তাকে ইউনুসখালী বাজারের এক পল্লী চিকিৎসকের কাছে নিলে তিনি মৃত্যুর খবর নিশ্চিত করে বদরখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কালারমার ছড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু আহমেদ বলেন,“মাইজপাড়ায় বজ্রপাতে একজন মারা গেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”