পদ্মা সেতু (উত্তর) থানা: সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামী পদ্মা সেতু (উত্তর) থানার নেতৃবৃন্দ নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি)-এর সাথে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা করেছেন। সভার শুরুতে থানা আমির নবাগত ওসিকে স্বাগত জানান। তিনি থানা এলাকার আইনশৃঙ্খলা, জননিরাপত্তা এবং সমাজ উন্নয়নে পুলিশের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন।
নবাগত ওসি জামায়াত নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, জনগণের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করাই পুলিশের প্রধান দায়িত্ব। তিনি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা চাইলেন। সাক্ষাৎকালে সন্ত্রাস, জঙ্গিবাদ, চাঁদাবাজি ও মাদক ব্যবসা দমনে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। এ ছাড়া থানা এলাকার যানজট, সড়ক দুর্ঘটনা রোধ এবং জনগণের সমস্যার দ্রুত সমাধানের বিষয়েও আলোচনা হয়।
জামায়াত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন ওসির দক্ষ নেতৃত্বে পদ্মা সেতু (উত্তর) থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে। সাক্ষাৎ শেষে উভয়পক্ষ সমন্বিতভাবে এলাকার শান্তি ও অগ্রযাত্রা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
উক্ত শুভেচ্ছা ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পদ্মা সেতু (উত্তর) থানার আমির। মুফতি এস এম আনোয়ার হোসেন, থানার বায়তুল মাল বিষয়ক সম্পাদক মোঃ মোশারফ হোসেন খান, থানার প্রচার বিষয়ক সম্পাদক মোঃ সাব্বির আহমেদ বাবুল ঢালী সহ পদ্মা সেতু উত্তর থানা সকল ইউনিয়নের নেতৃবৃন্দ।