বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মোকামতলা তদন্তকেন্দ্রের পুলিশ বিশেষ চেকপোস্ট পরিচালনা করে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) ভোররাতে উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর এলাকায় মির এন্ড রুবেল এলপিজি অটো গ্যাস স্টেশনের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে এ অভিযান চালানো হয়। এসময় সন্দেহভাজন নারী মোছা: নাজমা (৪১) কে আটক করে পুলিশ। তিনি কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার গুচারবালা চর ভুরুঙ্গামী গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, তার কাছ থেকে উদ্ধার হওয়া ২ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।