কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী হযরত মোহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তিসহ আপত্তিকর মন্তব্য করায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের এক ছাত্রীকে সাময়িক বহিষ্কার করেছে কলেজ প্রশাসন।
অভিযুক্ত শিক্ষার্থীর নাম তোহফা গোফতার। তিনি এই কলেজের মানবিক বিভাগের (এইচএসসি) উচ্চমাধ্যমিক শাখার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
রোববার (২১ সেপ্টেম্বর) সকালে কলেজের শতাধিক শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলসহ অভিযোগের পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেয় কলেজ প্রশাসন। অভিযোগের সাথে তোহফা গোফরানের সর্বোচ্চ শাস্তির দাবিতে অধ্যক্ষের বরাবর স্মারকলিপি হস্তান্তর করেন।
শিক্ষার্থীদের অভিযোগ, তোহফা গোফরান দীর্ঘদিন ধরে তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ইসলাম ধর্মসহ মহানবী (সা.) নিয়ে অবমাননা করে আসছে, যা ইসলাম ধর্মের অনুসারীদের অনুভূতিতে চরম আঘাত করেছে।
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শিক্ষার্থী বলেন, তোহফা গোফরানকে শুধু বহিষ্কার করলে হবে না তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা কলেজ প্রশাসনকে করতে হবে।
অধ্যক্ষ অধ্যাপক আবুল বাশার ভুঁইয়া বলেন, শিক্ষার্থীদের থেকে একটি অভিযোগ পেয়েছি। এই ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী তোহফা গোফরানকে সাময়িক ভাবে বহিষ্কার করা হয়েছে। ঘটনাটি গুরুত্বসহকারে নেওয়া হয়েছে। আমরা অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত কমিটি গঠন করেছি।