মহেশখালী উপজেলার কালারমারছড়ার মোহাম্মদ শাহঘোনা এলাকায় ২১ সেপ্টেম্বর রোববার রাতে শাহাদাত হোসেন দোয়েল নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে।
প্রাথমিক তথ্যে জানা গেছে, অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত দোয়েল ও অভিযুক্তরা একই খউস্যরো গোষ্ঠীর সদস্য।
ঘটনার খবর পেয়ে মহেশখালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। তবে এখনও কোনো আসামির নাম বা পরিচয় প্রকাশ করা হয়নি।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, “আমরা ঘটনার তদন্ত করছি। প্রাথমিকভাবে এটি অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে।