বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৪০ বোতল দেশীয় মদসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
জানা যায়, গতকাল শনিবার (১৪ সেপ্টেম্বর ২০২৫) রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে উপজেলার রায়নগর ইউনিয়নের নাগর কান্দি গ্রামের দক্ষিণ দুয়ারী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে স্থানীয় বাসিন্দা রুবেল বাসফোর (৩৭), পিতা- মৃত মনু বাসফোর, নিজ বাড়ির খাটের নিচে মাদকদ্রব্য গোপন রাখার অভিযোগে আটক হন।
পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত রুবেল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।