শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১০:২৭ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জ ফের পুলিশের সামনে হত্যাকান্ড ঘটিয়ে পালিয়ে গেল হত্যাকারীরা, জনমনে ক্ষোভ।

মোঃ লিটন মাহমুদ , মু্ন্সীগঞ্জঃ
  • Update Time : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৩৭ Time View

ন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে প্রকাশ্যে পুলিশের সামনে পর পর দুটি হত্যাকান্ডের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ যেখানে আশ্রয়স্থ সেই পুলিশের সামনেই প্রকাশ্যে ঘটে গেলো পরপর দুটি হত্যাকান্ড। আর এই হত্যাকান্ডের শিকার হলেন প্রভাবশালী দুই ব্যাক্তি। একজন নির্বাচিত জন-প্রতিনিধি চেয়ারম্যান অপরজন দিঘিরপার ইউনিয়নের আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি ও দিঘিরপার ইউনিয়ন বাজার কমিটির সহ-সভাপতি সোহরাব হাওলাদার। দুই প্রভাবশালী ব্যাক্তিকে হত্যার পর হত্যাকারীরা পুলিশের সামনে দিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় নানা প্রশ্নের উদ্রেক হয়েছে জনমনে। রবিবার (৭ জুলাই) দুপুরে টঙ্গিবাড়ী উপজেলার পাঁচগাও গ্রামে পাঁচগাঁও আলহাজ্ব ওয়াহেদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদে নির্বাচন নিয়ে কয়েক দিন ধরে ছিল ওই এলাকায় উত্তেজনা। তাই কর্র্তৃপক্ষ নির্বাচনে পুলিশের প্রয়োজনীয়তা অনুভব করেন। পুলিশ মোতায়েনও করা হয়। কিন্তু কেন্দ্রে পুলিশ থাকা অবস্থায়ও নির্বাচিত ইউপি চেয়ারম্যানকে প্রকাশ্যে গুলি করে মুল হত্যাকারীরা পালিয়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় ওই হত্যাকারীদের তিন জন সহযোগীকে আটক করা হলেও মূল দুই হত্যাকারী এখনো পলাতক। হত্যাকান্ডে ব্যবহৃত পিস্তলও উদ্ধার হয়নি। এর আগে গত ৮ এপ্রিল দিঘিরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে ওই ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি সোহরাব খানকে প্রকাশ্যে পুলিশের উপস্থিতিতে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনার পর তদন্ত কেন্দ্রের সামনে উত্তেজিত জনতা অবস্থান নেন। সে সময় তারা তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. শাহ আলমকে হত্যার জন্য দায়ী ব্যক্তি আখ্যা দিয়ে তদন্ত কেন্দ্রে আক্রমণ করে স্থাণীয়রা। পরে পাশের একটি ভবনে পালিয়ে থাকা এই পুলিশ কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখে স্থাণীয়রা। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়ে বিপুল সংখ্যক পুলিশ এনে তাকে বুলেট জ্যাকেট ও হেলম্যাড পরিয়ে পুলিশের পিকাপে করে উদ্ধার করা হয়। নিহতের কন্যা এবং ভাইদের বক্তব্যসহ এসব ভিডিও ও সংবাদ সে সময় ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিহত সোহরাব খানের ছোট ভাই মিজান খান বলেন,“পূব পরিকল্পিতভাবে পুলিশের সহযোগিতা নিয়ে প্রতিপক্ষের লোকজন আমার ভাইকে হত্যা করেছে।” হত্যাকান্ডের ঘটনাটি ছিল প্রকাশ্যে। সেই হত্যাকান্ডের মূল আসামী স্থাণীয় ভোলা হওলাদারের ছেলে রিহান ও রিজভী কুপিয়ে জখম করে সোহরাব খান ও তার ছেলে জনি খানকে এবং সে সময় পালিয়ে যেতে সক্ষম হয় তারা। এখনো পলাতক ওই দুই আসামী।

এরপর রবিবার (৭ জুলাই) পুলিশের উপস্থিতিতে প্রকাশ্যে জন সম্মুখে পাঁচগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য এইচ.এম সুমন হালদারকে স্থানীয় নুর মোহাম্মদ নামক ব্যাক্তি বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা করে বীরদর্পে গুলি ছুড়তে ছুড়তে পুলিশের সামনে দিয়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে ঘটনার প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান মোল্লা বলেন, হঠাৎ করে পুলিশের সামনে গুলি করে পালিয়ে যায় দুই খুণি নুর মোহাম্মদ ও ভোলা। তারা এর আগেও পাঁচগাও এলাকায় অস্ত্র নিয়ে মানুষকে ভয়ভীতি ও গুলি করে আতংঙ্কের সৃষ্টি করে। এর আগে পুলিশ যদি ওই সমস্ত ঘটনার নিরপেক্ষ তদন্ত করতো এবং অস্ত্র উদ্ধারে সেই সময় তৎপর হতো তাহলে প্রকাশ্যে এ ধরণের খুণের ঘটনা হয়তো ঘটতো না।

এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানা ওসি মোল্লা সোহেব আলী বলেন, চেয়ারম্যানকে হত্যার ঘটনায় এখনো কেউ অভিযোগ দায়ের করেনি। দুপুরে নিহতের জানাজা ও দাফন শেষে নিহতে পরিবার অভিযোগ দায়ের করতে আসবে বলে তারা জানিয়েছে। এ ঘটনায় মূল আপরাধিদের এখনো ধরা সম্ভব হয়নি বলেও তিনি জানান।

তিনি আরো বলেন, মূল আপরাধীদের সহযোগীদের ধরা হয়েছে। মূল অপরাধী নুর মোহাম্মদ গুলি ছুড়তে ছুড়তেু পালিয়েছে।” এই সময় পলিশের অস্ত্র কোথায় ছিল? এই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি।

এ ব্যাপারে টঙ্গিবাড়ী উপজেলার আউটশাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেকান্দর বেপারী বলেন, প্রকাশ্যে একজন নির্বাচিত চেয়ারম্যানকে গুলি করে হত্যা করা হলো। যেখানে আমাদের জন প্রতিনিধিদের নিরাপত্তা নাই সেখানে আমরা সাধারণ মানুষকে কিভাবে নিরাপত্ত দিবো

মন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমিলি ঘটনার পরপরই ছুটে আসেন। তিনি শোকাহত পরিবারকে সমবেদনা জ্ঞাপন করে বলেন, শান্ত একটি জনপদে কেন হঠাৎ অশান্ত হয়ে এমন হত্যাকন্ড ঘটল এর মূল উৎপটন করতে হবে। দায়িত্বহীনতা এবং মূল হত্যাকারীদের রক্ষার অপচেষ্টাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এখন সময়ের ব্যাপার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com