বগুড়ার সদর থানার মাটিডালী মোড় এলাকা থেকে হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. বাছেদ (৪৫) কে গ্রেফতার করেছে র্যাব-১২, বগুড়া
র্যাব জানায়, ২০২৪ সালের ৬ আগস্ট সকালে সদর থানার মাটিডালী বিমান মোড় এলাকায় রফিকুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে আসামিরা। এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে পাঁচজনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার পর থেকে আসামিদের গ্রেফতারে র্যাবের গোয়েন্দা তৎপরতা চলছিল। এরই ধারাবাহিকতায় সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর একটি বিশেষ দল মাটিডালী মোড়ে অভিযান চালিয়ে এজাহারভুক্ত ৪ নম্বর আসামি মো. বাছেদকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত বাছেদের বাড়ি বগুড়া সদর উপজেলার শাখারিয়া দক্ষিণপাড়ায়।
র্যাব জানিয়েছে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে।