অটোরিক্সা চালক মোঃ শাহিদ (১৭) পিতা-মোঃ হারুন, মাতা-শাহিনুর বেগম, সাং-চরলরেঞ্চ (কলিম উদ্দিন মাঝি বাড়ী), চরলরেক ইউপি, ৫নং ওয়ার্ড, থানা-কমলনগর, জেলা-লক্ষীপুর, বর্তমানে উত্তর করিমপুর (ইকবাল মিয়ার ভাড়া বাসা), ০৪নং ওয়ার্ড, থানা-দাগনভূঁইয়া, জেলা-ফেনী, ফেনী সদর থানায় হাজির হইয়া অজ্ঞাতনামা বিবাদীদের বিরুদ্ধে এজাহার দায়ের করেন গত ০৪/০৯/২০২৫ ইং এসএসকে রোডের হোটেল ডিলাক্স এর পাশে হইতে রাস্তার উপর অজ্ঞাতনামা ৩/৪ যাত্রীবেশী ছিনতাই কারীরা আনুমানিক রাত ০৮.৪৫ ঘটিকার সময় মহিপাল হাইওয়ে থানায় যাবার কথা বলে ৭০ টাকা ভাড়ায় উঠে। ফতেপুর ফ্লাই ওভারের নীচে গাড়ী ঘুরিয়ে মহিপাল যাবার কথা বলে সেখানে ছুড়ির আঘাত করে অটোরিক্সা ছিনতাই করে নিয়ে যায়।
ফেনী ডিবির নিকট মামলা তদন্ত ভার অর্পিত হলে, ফেনী জেলার পুলিশ সুপার জনাব হাবিবুর রহমান মহোদয়ের সার্বক্ষণিক নির্দেশনায় অতিঃ পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সাইদুর রহমান অতিঃ পুলিশ সুপার ( ডি এস বি ) জনাব মোঃ সাইফুল ইসলামদের তত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)- র অফিসার-ইন-চার্জ জনাব মর্ম সিংহ ত্রিপুরা এর প্রত্যক্ষ তদারকীতে তদন্তকারী কর্মকর্তা এস আই সাইদ নুর হোটেল ডিলাক্স হতে সি সি টিভি ফুটেজ সংগ্রহ করে আসামি সনাক্ত করেন।
আসামীরা হলেন, এমদাদুল ইসলাম প্রকাশ পাভেল (২১) পিতা-মৃত মোঃ মিজান, মাতা-নাজমা বেগম, পাঁচগাছিয়া ইউপি, থানা-সদর, জেলা-ফেনী, ২। মনোহর আলী প্রকাশ মনা (২১), পিতা-কামাল হোসেন, মতা- মৃত নাজমা বেগম, থানা-সদর, জেলা-ফেনী, ৩। মোঃ রাশেদ (১৯), পিতা-মোঃ আবুল কাশেম (পালক পিতা- রহিম উল্যাহ পাটোয়ারী), মাতা-রাশেদা বেগম, থানা-সদর, জেলা-ফেনী।
অতঃপর আসামিদের স্বীকারোক্তি মতে আসামি ৪। মোঃ ইয়াছিন মানিক প্রকাশ বোমা মানিক (৪০), পিতা-মাহবুবুল হক, মাতা-রাবেয়া বেগম, থানা-সদর, জেলা-ফেনী, ৫। মোঃ নুরুল আমিন প্রকাশ শুকুর আলী (২৮), পিতা-মোঃ খোরশেদ আলম, মাতা-আলেয়া বেগম, থানা-সদর, জেলা-ফেনী, ৬। এনামুল হক (৫০), পিতা- মৃত আব্দুল হক, মাতা-জাহানারা বেগম, ফেনী সদর থানাধীন পাঁচগাছিয়ার বাথানিয়া হতে গ্রেফতার করেন।
পাভেল, মনা, রাশেদরা অটো রিক্সা ছিনতাই করে বোমা মানিকের নিকট হস্তান্তর করে। অতঃপর বোমা মানিক শুকুর কে নিয়ে অটোরিক্সাটির বডি বাথানিয়া মসজিদ পুকুরে ফেলে রেখে চাকা ও ব্যাটারী ভিন্ন স্থানে বিক্রি করে। অভিযানে অটোরিক্সার ৩ খন্ড বডি, ৩ টি চাকা ও ৪ টি ব্যাটারী উদ্ধার করেন ।
আসামীরা প্রাথমিক ভাবে ঘটনার সত্যতা স্বীকার করেছে। আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।