বগুড়া শহরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহত হয়েছেন স্থানীয় ব্যবসায়ী শাকিল খন্দকার (৩৫)। শুক্রবার রাতের এই ঘটনায় তার ভাগিনা তৌফিক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শনিবার সকালে স্থানীয়রা ধানক্ষেতে পড়ে থাকা শাকিল খন্দকারের ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পান। খবর দ্রুত ছড়িয়ে পড়লে স্বজন ও এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসেন। হৃদয়বিদারক এই দৃশ্য দেখে স্বজনদের আহাজারিতে চারপাশ ভারী হয়ে ওঠে।
স্বজনরা অভিযোগ করে বলেন, শহরের তেলিপুকুর এলাকার আধিপত্যকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে শাকিলের সঙ্গে একই এলাকার শামিম ও পলাশের দ্বন্দ্ব চলে আসছিল। সেই বিরোধের জেরেই পরিকল্পিতভাবে শাকিলকে হত্যার ফাঁদ পাতা হয়।
তাদের দাবি অনুযায়ী, শুক্রবার রাতে পাওনা টাকা দেওয়ার কথা বলে শাকিল ও তার ভাগিনাকে তেলিপুকুর এলাকায় ডেকে নেয় অভিযুক্তরা। সেখানে প্রথমে তৌফিকের ওপর অতর্কিত হামলা চালিয়ে বেধড়ক মারধর করা হয়। এরপর ধারালো অস্ত্র দিয়ে শাকিল খন্দকারকে কুপিয়ে গুরুতর জখম করে ধানক্ষেতে ফেলে পালিয়ে যায় হামলাকারীরা।
ঘটনার খবর পেয়ে শনিবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ জানান, ঘটনায় জড়িত থাকার অভিযোগে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন নিলয় ও রাতুলকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।