ব্যপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পিরোজপুরে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়। দুপুর বারোটা থেকেই পিরোজপুরের বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মী উপস্থিত হন। পিরোজপুর টাউন ক্লাব মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কেন্দ্রিয় ও স্থানীয় নেত্রী বৃন্দ উপস্থিত ছিলেন। দুপুর ১২.৩০ টায় পবিত্র কোরআন তেলাওয়াতেম মাধ্যমে আলোচনা অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।
এসময় উপস্থিত নেত্রীবৃন্দ বক্তব্য পেশ করেন। তারা তাদের বক্তব্যের শুরুতেই স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচীব লাভলু গাজী তার বক্তব্যে বলেন, বাংলাদেশের বহুদলীয় গনতন্ত্রের প্রবর্তন করেন জিয়াউর রহমান, জিয়াউর রহমানের কারনেই আজকে আমরা বহুদলীয় গনতন্ত্রের আবির্ভাব দেখছি।
অধ্যক্ষ আলমগীর হোসেন তার বক্তব্যে বলেন, বিএনপি কোন গুপ্ত রাজনীতি করে না, দীর্ঘ সতের বছর লড়াই সংগ্রাম করেই আজকে আমরা হাসিনা মুক্ত বাংলাদেশ পেয়েছি। তবে তার জন্য আমাদের হারাতে হয়েছে ইলিয়াছ আলীর মত বহু নেতাকর্মীদের। যাদের জীবন দিয়ে আজকে আমাদেরকে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ উপহার দিয়ে গেছেন। অধ্যক্ষ আলমগীর হোসেন আরও বলেন, একদল পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায়। কিন্তু বাংলাদেশের মানুষ পিয়ার বোঝেনা তারা চায় ভোট ও ভাতের অধিকার। বিএনপি ক্ষমতায় গেলে জনগনের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করবে বলে তিনি আশ্বাস দেন।