যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বছরের শেষ দিকে ভারত সফরের পরিকল্পনা করেছিলেন। কিন্তু এখন পরিকল্পনাটি বাতিল করেছেন বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস। কোয়াড সম্মেলনে যোগ দেওয়ার উদ্দেশ্যে সফরটির পরিকল্পনা ছিল।
শনিবার (৩০ আগস্ট) নিউইয়র্ক টাইমসের অনলাইনে প্রকাশিত এক বিশ্লেষণে এ দাবি করা হয়েছে।
চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পরদিন কোয়াডভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক আয়োজন করেছিল ট্রাম্প প্রশাসন। সেই বৈঠকেই চলতি বছরের শেষের দিকে ভারতে কোয়াডের শীর্ষ বৈঠকের সিদ্ধান্তটি চূড়ান্ত করা হয়েছিল।
এ বিষয়ে যুক্তরাষ্ট্র বা ভারতের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে বাণিজ্য ইস্যুতে ওয়াশিংটন-দিল্লি সম্পর্কের টানাপোড়েন এবং পাকিস্তানকে কেন্দ্র করে ট্রাম্পের মন্তব্য মোদির বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। মে মাসে ভারত-পাকিস্তানের সংঘাত থামাতে নিজের ভূমিকা ছিল বলে ট্রাম্পের দাবি দিল্লি সরাসরি প্রত্যাখ্যান করে।