ইরানের ওপর হামলা হলে ইসরায়েলের বিরুদ্ধে আবারও যুদ্ধ করতে প্রস্তুত রয়েছে তেহরান। এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সৌদি আরবে ইসলামী সহযোগিতা সংস্থা- ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বৈঠক শেষে গণমাধ্যমের সাক্ষাৎকারে একথা জানান তিনি।
বুধবার (২৭ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্যটি নিশ্চিত করেছে ‘দ্য জেরুজালেম পোস্ট’।
আব্বাস আরাগচি বলেন, সম্প্রতি ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে কোনো মূল সমস্যার সমাধান হয়নি। তিনি দাবি করেন, যুদ্ধবিরতির প্রস্তাব ইরান দেয়নি, বরং ইসরায়েলই বিনা শর্তে যুদ্ধবিরতিতে সম্মত হয়, এবং তেহরান সেই প্রস্তাব মেনে নেয়।
তিনি আরও জানান, যদি ইরানের ওপর আবার হামলা হয়, তাহলে আগের চেয়েও কঠোর জবাব দেওয়া হবে।