ভারত থেকে আমদানি হওয়া পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক কার্যকর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ফলে ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্কারোপ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে ভারতীয় রপ্তানিকারকরা সবচেয়ে কঠোর বাণিজ্য পদক্ষেপের মুখোমুখি হতে যাচ্ছেন।
বুধবার (২৭ আগস্ট) থেকে ভারতীয় পণ্যে ৫০ শতাংশ মার্কিন শুল্ক কার্যকর হবে।
ট্রাম্প প্রশাসনের আরোপিত ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক ইতিমধ্যেই কার্যকর হয়েছে। এরপর রাশিয়ান অপরিশোধিত তেল এবং সামরিক সরঞ্জাম কেনার জন্য প্রতিশোধ হিসেবে ভারতের ওপর আরও ২৫ শতাংশ শুল্ক আজ থেকে কার্যকর হবে।
মার্কিন প্রশাসনের এক নির্দেশিকায় বলা হয়েছে, ভারত রাশিয়া থেকে সরাসরি বা পরোক্ষভাবে তেল কিনছে। ট্রাম্প প্রশাসন এটিকে যুক্তরাষ্ট্রের ‘হুমকি মোকাবিলার’ অংশ হিসেবে দেখছে। নির্দেশিকাটি তৈরি করেছে মার্কিন শুল্ক ও সীমান্ত সুরক্ষা বিভাগ, ট্রাম্প প্রশাসনের হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের তত্ত্বাবধানে। নির্দেশিকায় বলা হয়েছে, ২৭ আগস্ট যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় রাত ১২টা ১ মিনিট থেকে শুল্ক কার্যকর হবে। ভারতীয় সময় অনুযায়ী, এটি বুধবার সকাল ৯টা ৩১ মিনিট থেকে শুরু হবে।