বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৯ পূর্বাহ্ন

কেন্দুয়ায় মাদক ব্যবসা ও অনৈতিক কর্মকান্ডের অভিযোগে আটক ৩

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৪৪ Time View

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় মাদক ব্যবসা ও অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে তিন জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২২ আগস্ট) ভোর ৪টার দিকে রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের ফতেপুর গ্রামের কান্দাপাড়ায় স্থানীয়রা প্রথমে তাদের আটক করে। পরে সকাল সাড়ে ১১টার দিকে ২নং ওয়ার্ডের আনন্দ বাজার মোড় থেকে কেন্দুয়া থানার পেমই তদন্ত কেন্দ্রের এএসআই মো. ইকবাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম তাদের থানায় নিয়ে যায়।

আটককৃতরা হলো, ফতেপুর গ্রামের সোলাইমানের স্ত্রী আফরোজা আক্তার জাহুরা, মৃত মোতালেবের ছেলে রুকন মিয়া, কিশোরগঞ্জের তাড়াইল থানার শহীদুল ইসলাম দুলালের স্ত্রী নুসরাত রহমান, এসময় একই চক্রের সদস্য মৃত ইউসুফের ছেলে রবি মিয়া টের পেয়ে পালিয়ে যায় বলে জানা গেছে।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে আটককৃতরা এলাকায় মাদক ও নারী দেহ ব্যবসা পরিচালনা করে আসছিল। এতে যুব সমাজ বিপথে যাচ্ছিল। অতিষ্ঠ হয়ে এলাকাবাসী নিজেরাই ফাঁদ পেতে তাদের হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

স্থানীয় ইউপি সদস্য হাফিজুর রহমান এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোস্তফা কামাল বাবলু বলেন, দীর্ঘদিন যাবত এরা এলাকায় অশান্তি সৃষ্টি করছিল। যুব সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছিল। অবশেষে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ তাদের আটক করেছে।

কেন্দুয়া থানার পেমই তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. তোফাজ্জল হোসেন বলেন, মাদক ও দেহ ব্যবসার অভিযোগে তিন জনকে আটক করে এলাকাবাসী আমাদের হাতে তুলে দিয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com