যুক্তরাষ্ট্রে বহুল আলোচিত ও ব্যাপক জনপ্রিয় সাবেক বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও মারা গেছেন। পৃথিবীর সবচেয়ে দয়ালু বিচারক’ হিসেবে পরিচিত ছিলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮ বছর। তার মৃত্যুতে যুক্তরাষ্ট্রে শোকের ছায়া নেমে এসেছে।
বুধবার (২০ আগস্ট) তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তার মৃত্যুর খবর জানানো হয়।
২০২৩ সালের ৬ ডিসেম্বর তার প্যানক্রিয়াটিক ক্যানসার ধরা পড়ে। মৃত্যুর একদিন আগেও নিজের শারীরিক পরিস্থিতি জানিয়ে সবাইকে প্রার্থনার অনুরোধ করেছিলেন তিনি। ১৯৮৫ সালে রোড আইল্যান্ডে বিচারক হিসেবে নিয়োগ পান ফ্রাঙ্ক ক্যাপ্রিও। তবে আদালত কক্ষের ভেতরে-বাইরে নিজের মানবিক আচরণ দিয়ে লাখো মানুষের মন জয় করেছেন।
১৯৩৬ সালের ২৩ নভেম্বর জন্ম নেয়া ক্যাপ্রিও বড় হয়েছেন প্রভিডেন্স, রোড আইল্যান্ডে। প্রায় ৫০ বছর পর সেখানেই পৌর আদালতের বিচারক হন তিনি।