নেত্রকোণার কেন্দুয়া উপজেলার বেখৈরহাটী বাজারে চাঁদা না দেওয়ায় দোকান ভাঙচুর, লুটপাট ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. রমজান মিয়া (৩৮), পিতা- আবু সালাম, সাং- দৈলা, দলপা ইউনিয়ন, কেন্দুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, গত ১৬ আগস্ট রাত আনুমানিক ৯ টার দিকে বিবাদী জিয়াউর রহমান, শহীদ উল্লা ও সোহেল মুন্সী দৈলা গ্রামের তফাজ্জল মিয়াকে বাজারে ডেকে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে তাঁর শিশু সন্তানকে অপহরণের হুমকিও দেওয়া হয়। একপর্যায়ে তারা শিশুটিকে মায়ের কোলে থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলেও কান্নাকাটির পর ফেরত দেয়। পরদিন সকালে আবারো টাকা না দিলে খুন ও গুম করার হুমকি দেওয়া হয়। এর পর থেকে ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।
পরবর্তীতে ১৮ আগস্ট রাত ১০ টার দিকে বিবাদীরা ধারালো অস্ত্রশস্ত্র (রামদা, চাপাতি, রড ইত্যাদি) নিয়ে বেখৈরহাটী বাজারসংলগ্ন শুভ মার্কেটে হামলা চালায়। এসময় তারা দোকানের তালা ভেঙে প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে এবং ভাড়াটিয়াদের ভয়ভীতি প্রদর্শন করে। অভিযোগে আরও বলা হয়, স্থানীয় তফাজ্জল, সাইকুল ইসলাম, কাঞ্চন মিয়া ও জুয়েল মিয়া ঘটনাস্থলে উপস্থিত থেকে পুরো ঘটনাটি প্রত্যক্ষ করেছেন।
ভুক্তভোগী মো. রমজান মিয়া অভিযোগ করে বলেন, বিবাদীরা দীর্ঘদিন ধরে আমাদের জমি দখল ও ব্যবসা-বাণিজ্য নষ্ট করার চেষ্টা করছে। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ বিষয়ে কেন্দুয়া থানার দায়িত্বশীল কর্মকর্তারা জানান, লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।