যশোরের শার্শায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকতাদের বিশেষ অভিযানে চালিয়ে ৪ কেজি গাঁজা উদ্ধার করেছে এ সময় লুৎফর সরদার (৬৫) নামের এক মাদক ব্যবসায়ী আটক। রোববার (১৭ আগস্ট) বিকেলে শার্শা উপজেলা জামতলা টেংরা উত্তরপাড়া গ্রামে এ অভিযান পরিচালিত হয়। আটক লুৎফর সরদার ওই গ্রামের মৃত কাশেম সরদারের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের কর্মকর্তারা এস আই শেখ আবুল কাশেম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় লুৎফরের কাছ থেকে একটি বস্তায় রাখা প্রায় ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে তিনি স্থানীয়ভাবে গাঁজা কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন বলেও প্রাথমিকভাবে জানা গেছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এস আই শেখ আবুল কাশেম বাদী হয়ে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মাদক মামলা দায়ের করেছেন। তিনি আরো বলেন আটক আসামিকে সোমবার আদালতে সোপর্দ করা হবে বলে।