অদ্য ১৭ আগস্ট রবিবার র্যাব-১২ এর বগুড়ার পৃথক অভিযানে জেলার সদর থানা এলাকা থেকে ডাকাতি মামলার তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। র্যাব জানায়, গত ১২ আগস্ট ভোরে শাজাহানপুর উপজেলার রহিমাবাদ এলাকায় পুলিশের পরিচয়ে একটি চক্র ট্রাক থামিয়ে ডাকাতি সংঘটিত করে। ওই সময় ডাকাতরা ড্রাইভার ও হেলপারকে হাতকড়া পরিয়ে চোখ বেঁধে নির্জন স্থানে ফেলে রেখে ট্রাক ও আসবাবপত্রসহ প্রায় ১ লাখ ২০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরে শাজাহানপুর থানায় এ ঘটনায় মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবর্যাব-১২ অভিযান চালিয়ে বগুড়া সদর উপজেলার সুলতানগঞ্জপাড়া এলাকা থেকে দুই ভাই—
১. সাব্বির পাশা শাওন (৩০)
২. গোলাম মোস্তফা পাশা (৩৯)
এবং কাটনাপাড়া এলাকা থেকে
৩. মোঃ সুমন (২৫)
নামে তিন আসামিকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।