গাজার বাসিন্দাদের সব ধরনের ভ্রমণ ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র।
শনিবার (১৬ আগস্ট) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দেয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে এক পোস্টে বলেছে, ‘যে পদ্ধতি ও প্রক্রিয়া অনুসরণ করে বর্তমানে চিকিৎসা ও মানবিক বিবেচনায় অল্পসংখ্যক অস্থায়ী মার্কিন ভিসা প্রদান করা হচ্ছে, তা আমরা পূর্ণ পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছি। পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত গাজার ফিলিস্তিনিদের ভিসা প্রদান করা স্থগিত থাকবে।
এতে আরও বলা হয়, সাম্প্রতিক দিনগুলোতে গাজা বাসিন্দাদের জন্য অস্থায়ী চিকিৎসার জন্য ‘অল্প সংখ্যক’মানবিক ভিসা দেওয়া হয়েছে। তবে ঠিক কি পরিমাণ সংখ্যক ভিসা দেওয়া জানানো হয়নি।