‘ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, এটি কোনো একটি রাজনৈতিক দলের বক্তব্য। কিন্তু প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন, পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রোববার (১৭ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
রিজওয়ানা হাসান বলেন, এখন পর্যন্ত ইসিকে ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিতে বলা হয়েছে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলের হিসেব-নিকেশ আছে, নিজস্ব রাজনীতি আছে। এটার সাথে সরকারের অবস্থা বদলের কোনো সম্পর্ক নেই।
প্রসঙ্গত, সম্প্রতি জাতীয় যুব শক্তির কাউন্সিলে অংশ নিয়ে এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছিলেন সংস্কার ও নতুন সংবিধান বাস্তবায়ন ছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। এমনকি নাহিদ ইসলামও একই রকমের ইঙ্গিত দেন। এছাড়া, জামায়াতও ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে সহমত নয়। সব মিলিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না, তা নিয়ে রাজনৈতিক অঙ্গণে আলোচনা চলছে।