২৪ ঘণ্টার মধ্যে ভারতের ওপর উল্লেখযোগ্য শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (৫ আগস্ট) এক সাক্ষাৎকারে ট্রাম্প এ হুঁশিয়ারি দেন।
সাক্ষাৎকারে ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক আরও বাড়ানোর হুমকি ট্রাম্প দেন। তার দাবি, রাশিয়া থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল কেনা ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করছে। আর এ কারণে ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র।
ডোনাল্ড ট্রাম্প বলেন, “ভারত ভালো বাণিজ্যিক মিত্র নয়। কারণ তারা আমাদের সঙ্গে অনেক ব্যবসা করে। কিন্তু আমরা তাদের সঙ্গে ব্যবসা করি না। এ কারণে আমরা তাদের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছি। তবে আমি মনে করি আগামী ২৪ ঘণ্টার মধ্যে আমি এটি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করব। কারণ তারা রাশিয়ার তেল কিনছে।”