সৌদি আরব একদিনে আটজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। মাদক সংক্রান্ত অপরাধে, মৃত্যুদণ্ডের ব্যবহার বেড়ে গেছে দেশটিতে।
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, শনিবার দক্ষিণাঞ্চলীয় নাজরান এলাকায় চারজন সোমালীয় এবং তিনজন ইথিওপিয় নাগরিককে “রাজ্যে গাঁজা পাচারের” দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া এক সৌদি পুরুষকে তার মাকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
এএফপির হিসাব অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত সৌদি আরবে ২৩০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর মধ্যে ১৫৪ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মাদক সংশ্লিষ্ট মামলায়।
বিশ্লেষকরা মনে করছেন, ২০২৩ সালে শুরু হওয়া “মাদকবিরোধী যুদ্ধে” এই মৃত্যুদণ্ডের সংখ্যা বেড়েছে। সেই সময় গ্রেফতার হওয়া অনেকের বিচার প্রক্রিয়া শেষে এখন মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে।