রাশিয়ার সুদূর পূর্ব কামচাটকা উপদ্বীপে ৮.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর সুনামির সতর্কতা জারি করা হয়েছে। এরই মধ্যে জাপানে সুনামির প্রথম ঢেউ আঘাত হেনেছে, যা সাধারণের চেয়ে বেশ শক্তিশালী।
খবর আলজাজিরার সুত্রে জানা যায়, পরিস্থিতি পর্যবেক্ষণ করে রাশিয়ার সুদূর পূর্ব কামচাটকা অঞ্চলের বাসিন্দাদের উপকূলের কাছে না যাওয়ার আহ্বান জানিয়েছেন গভর্নর।
তিনি বলেন, আজকের ভূমিকম্পটি ছিল গুরুতর এবং কয়েক দশকের ভূমিকম্পের মধ্যে সবচেয়ে শক্তিশালী। সবাইকে সুনামিপ্রবণ এলাকায় উপকূলরেখা থেকে দূরে থাকার এবং লাউডস্পিকারে ঘোষণা অনুসরণ করার আহ্বান জানাচ্ছি।
রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার ফলে ৪ মিটার (১৩ ফুট) পর্যন্ত সুনামি সৃষ্টি হয়েছে। এরই মধ্যে রাশিয়ার কিছু উপকূল প্লাবিতের খবর পাওয়া গেছে। এ ছাড়া ভূমিকম্পে বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।