টানা কয়েকদিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে রাঙামাটির সিম্বল অব রাঙামাটিখ্যাত ঝুলন্ত সেতুর পাটাতনে উঠতে শুরু করেছে পানি। সেতুটি পানিতে ডুবে যাওয়ায় দর্শনার্থী চলাচলের নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার (৩০ জুলাই) সকালে সেতুটির কোথাও ৬ ইঞ্চি কোথাও তার চেয়ে বেশি পানিতে ডুবে গেছে।
কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা যায়, বর্তমানে কাপ্তাই হ্রদে পানির লেভেল ১০৫ দশমিক ৬৯ এমএসএল। হ্রদের পানি ১০৮ দশমিক ৫ এমএসএলের কাছাকাছি এলে জলকপাট দিয়ে হ্রদের পানি কর্ণফুলী নদীতে ছেড়ে দেওয়া হবে।
রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, ঝুলন্ত সেতুতে কাপ্তাই হ্রদের পানি ওঠায় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সেতুতে পর্যটক চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেতু থেকে পানি না নামা পর্যন্ত এ নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে।