টানা কয়েকদিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বেড়েছে কাপ্তাই হ্রদের পানি। পানি বাড়তে থাকায় ডুবতে শুরু করেছে রাঙ্গামাটির পর্যটন শিল্পের ঝুলন্ত সেতুটি। এদিকে বেড়াতে আসা পর্যটকরা ডুবতে থাকা ঝুলন্ত সেতু দেখে কিছুটা হতাশা প্রকাশ করেন।
মঙ্গলবার (২৯ জুলাই) সরেজমিনে দেখা যায়, সেতুর পাটাতন কোথাও কোথাও ২ থেকে ৪ ইঞ্চি পর্যন্ত তলিয়ে গেছে। এবং একই সঙ্গে পানি বৃদ্ধি অব্যাহত আছে।
পর্যটন ঘাটের বোট চালক সমিতির নেতা মো. সালাউদ্দিন জানান, এভাবে বৃষ্টি অব্যাহত থাকলে দু-একদিনের মধ্যে পুরো সেতু ডুবে যাবে। এই সেতুটি ডুবে গেলে পর্যটন খাতের ব্যবসায় ধস নেমে আসে।
উল্লেখ, কাপ্তাই হ্রদের পানির ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল হলেও ১০৫ এমএসএল হলেই প্রতিবছর ঝুলন্ত সেতুটি ডুবে যায়। বর্তমানে হ্রদে পানি রয়েছে ১০৫.২৬ এমএসএল।