থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি ফুড মার্কেটে বন্দুকধারীর গুলিতে ৫ জন নিহত হয়েছেন। পরে বন্দুকধারী নিজেই আত্মহত্যা করেন।
সোমবার (২৮ জুলাই) থাই মেট্রোপলিটন পুলিশ ব্যুরোর ডেপুটি কমিশনার চারিন গোপাত্তা এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, নিহতদের মধ্যে পাঁচজনই বাজারটির নিরাপত্তারক্ষী ছিলেন। এ ছাড়া হামলায় আরও দুইজন নারী আহত হয়েছেন। হামলাকারীর পরিচয় এবং হামলার উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় কোনো বিদেশি পর্যটক হতাহত হননি বলে জানানো হয়।
পুলিশ আরও জানিয়েছেন, মার্কেটের ভবনের ভেতরে একটি বেঞ্চে বন্দুকধারীর মৃতদেহ পাওয়া গেছে। মরদেহের পাশে একটি ব্যাগও পাওয়া যায়।