যুক্তরাষ্ট্রের কোম্পানি বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কেনার জন্য অর্ডার দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
রোববার (২৭ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
বাণিজ্য সচিব বলেন, বোয়িংয়ের ব্যবসাটা কিন্তু সে দেশের সরকার করে না, করে বোয়িং কোম্পানি। আমরা তাদের কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছি। ইতোমধ্যে ভারত, ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়া ১০০টি করে উড়োজাহাজের অর্ডার দিয়েছে।
তিনি আরও বলেন, বোয়িং তাদের উৎপাদন ক্ষমতা অনুযায়ী উড়োজাহাজগুলো সরবরাহ করবে, তাই এ প্রক্রিয়ায় কিছুটা সময় লাগতে পারে।