ইতালি শহরের ব্যস্ত সড়কে ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে একটি ছোট আকারের ‘ফ্রেসিয়া আরজি’ আল্ট্রালাইট উড়োজাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ভেঙে পড়ে, সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানটি সড়কে মুখ থুবড়ে পড়ার সঙ্গে সঙ্গে আগুনের গোলায় পরিণত হয়।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, উত্তর ইতালির লম্বার্দি প্রদেশের ব্রেসিয়াতে এ ঘটনা ঘটেছে। মঙ্গলবারের ওই দুর্ঘটনায় বিমানের চালক এবং তাঁর সঙ্গিনী, অর্থাৎ একমাত্র যাত্রী ঘটনাস্থলেই মারা গেছেন। বিমানটিকে জরুরি অবতরণের চেষ্টা করছিলেন পাইলট। তবে সফল না হয়ে সেটি হাইওয়েতে বিধ্বস্ত হয়। এতে দুটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয় এবং তাদের চালক আহত হন। তবে তারা বর্তমানে আশঙ্কামুক্ত।