ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেন। দেশটি দাবি করেছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা সফলভাবে প্রতিহত করেছে। শুক্রবার ২৫ জুলাই এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে কিছু সময় আগে সাইরেন বাজতে শোনা যায়। এরপর ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি বিমান বাহিনী প্রতিহত করেছে।
ইসরায়েলি দৈনিক ইয়েদিয়োথ আহরোনোথ জানায়, ক্ষেপণাস্ত্র হামলার কারণে দক্ষিণ নেগেভ এবং ডেড সি অঞ্চলে সতর্ক সংকেত শোনা যায়। আক্রান্ত এলাকাগুলোর মধ্যে ছিল আরাদ, কিরিয়াত আরবা ওআইন গেদি।
গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা ফের শুরু হওয়ার পর হুতি যোদ্ধারা ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বাড়িয়েছে। মার্চে দুই মাসের এক অস্থির যুদ্ধবিরতির পর পুনরায় গাজায় আক্রমণ চালানো শুরু করে ইসরায়েল।