সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ছাত্র হত্যা মামলার আসামি হিসেবে পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তৌহিদুল ইসলাম ফিরোজকে গ্রেফতার করেছে পুলিশ
বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোররাতে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বেতকান্দি গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জাহাঙ্গীর নামে এক শিক্ষার্থী হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ফিরোজ মূল আসামি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, গ্রেফতার ফিরোজ দুই দফায় ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।