ইউরোপ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে গুরুতর হুমকির মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে এমনই আশঙ্কা প্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। সোমবার (১৪ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্যারিসে ফরাসি সশস্ত্র বাহিনীর উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেন, “আমরা এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে অবস্থান করছি”, যেখানে বৈশ্বিক রাজনীতি অত্যন্ত জটিল ও অনিশ্চিত হয়ে উঠেছে। ইউরোপের স্বাধীনতা এমন এক হুমকির মুখে পড়েছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর কখনো দেখা যায়নি।’
তিনি রাশিয়ার আগ্রাসী ভূরাজনৈতিক অবস্থানকে ‘সাম্রাজ্যবাদী নীতি’ আখ্যা দিয়ে বলেন, ইউক্রেনে রুশ হামলা শুধু ইউক্রেন নয়, পুরো ইউরোপের নিরাপত্তার জন্য হুমকি।