ভারত ও ইসরায়েল আলোচিত বিনিয়োগ সুরক্ষা চুক্তি চূড়ান্ত করার পথে এগোচ্ছে। যদিও দুই দেশ এটিকে অর্থনৈতিক অগ্রগতির একটি ধাপ হিসেবে তুলে ধরছে।
ইসরায়েল সরকার জানিয়েছেন, তারা ভারতের সঙ্গে বিনিয়োগের ঝুঁকি কমাতে একটি আইপিএ চুক্তি চূড়ান্ত করছে। তবে মানবাধিকার কর্মী ও বিশ্লেষকদের মতে, এ চুক্তির মাধ্যমে শুধু বিনিয়োগ নিরাপত্তা নয়; বরং গাজায় ইসরায়েলের যুদ্ধকে কাঠামোগত সহায়তা ও ভারতীয় অভ্যন্তরীণ দমননীতিকে আন্তর্জাতিক বৈধতা দেওয়ার চেষ্টা চলছে।
বোস্টনভিত্তিক এক ভারতীয়-আমেরিকান সমাজকর্মী মিডলইস্ট আইকে বলেন, এ চুক্তির আড়ালে দুই দেশই তাদের ফ্যাসিবাদী আদর্শিক প্রবণতা ও নিপীড়নমূলক কর্মকাণ্ড থেকে দায়মুক্তি পাবে।
এদিকে, ইসরায়েলের অর্থমন্ত্রী চুক্তিটিকে একটি প্রধান অর্থনৈতিক লক্ষ্য হিসেবে দেখছেন। তিনি ভারতকে ‘সত্যিকারের বন্ধু’ হিসেবে আখ্যায়িত করেছেন। দিল্লির পক্ষ থেকেও চুক্তিকে ঘিরে পূর্ণ সমর্থন রয়েছে বলে জানা গেছে।