বিশ্বের সবচেয়ে বেশি বয়সী ক্ষমতাসীন রাষ্ট্রপ্রধান ক্যামেরুনের প্রেসিডেন্ট পল বিয়া। তিনি চলতি বছরের নির্বাচনে অষ্টম মেয়াদের জন্য প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। খবর আলজাজিরার সুত্রে এ তথ্য জানা যায়।
রোববার (১৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আমি প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী। আমাদের সামনে যে চ্যালেঞ্জ রয়েছে, তা মোকাবিলায় আমি প্রতিশ্রুতিবদ্ধ।
আগামী ১২ অক্টোবর ক্যামেরুনে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। পল বিয়া যদি এবারের নির্বাচনেও জয়ী হন, তাহলে তিনি শতবর্ষ ছুঁইছুঁই বয়সেও ক্ষমতায় থাকতে পারেন বলে আশা করা যাচ্ছে।
পল বিয়া ১৯৮২ সালে দেশের দ্বিতীয় প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসেন। তার পূর্বসূরি আহমাদু আহিজো পদত্যাগ করার পর থেকেই তিনি দেশের নেতৃত্বে আছেন।