ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানকে লক্ষ্য করেও হামলা চালিয়েছিলো ইসরায়েল। তাকে হত্যার জন্য ইসরায়েল থেকে ৬টি ক্ষেপণাস্ত্র অথবা বোমাহামলা চালানো হয়। তবে অল্পের জন্য ইসরায়েলের হাত থেকে প্রাণে বেঁচেছেন তিনি।
শনিবার (১২ জুলাই) আইআরজিসির এক আউটলেটের বরাতে এমন তথ্য দিয়েছে দেশটির গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি জেট বিমানের ছয়টি বোমা বা ক্ষেপণাস্ত্র ভবনের দরজা ও জানালায় আঘাত হানে। এতে ভবনের ভেতরে থাকা কর্মকর্তারা গুরুতর বিপদের মধ্যে পড়ে যান। বের হওয়ার সময় পেজেশকিয়ানসহ কয়েকজনের পায়ে আঘাত লাগে।
এদিকে এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, তারা আমাদের বৈঠকের অবস্থান জেনে সেখানে বোমা মেরেছিল। তাদের কাছে গুপ্তচরের মাধ্যমে আগেই তথ্য ছিল।