বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৫:৩০ অপরাহ্ন

ফেনীতে ভয়াবহ বন্যা, পানিবন্দি লাখো মানুষ

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১১ Time View

ফেনীতে ভারি বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্টি বন্যায় পানিবন্দি হয়ে পড়েছে লাখো মানুষ। বন্যাকবলিত এলাকাগুলোয় পানিবন্দি মানুষের মাঝে ইতিমধ্যেই খাবার ও বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে।

মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ২০টি স্থানে ভেঙে পরশুরাম ও ফুলগাজীর কমপক্ষে ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। নতুন এলাকা প্লাবিত হওয়ায় আতঙ্কে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয় নিতে শুরু করেছেন সেখানকার মানুষজন। বন্যাদুর্গত এলাকায় বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা।

জানা গেছে, পরশুরাম ও ফুলগাজী উপজেলার কিছু এলাকায় বৈদ্যুতিক খুঁটি, মিটার ও ট্রান্সফরমার পানিতে তলিয়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে প্রায় ৩১ হাজার ২০০ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখেছে পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com