বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের ৩৫ শতাংশ শুল্ক আরোপের কয়েক ঘণ্টার ব্যবধানে ভারতীয় টেক্সটাইল প্রতিষ্ঠানগুলোর শেয়ারের মূল্য বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ পোশাক রপ্তানিকারক দেশ। যার বড় একটি অংশ যুক্তরাষ্ট্রে যায়। এরমধ্যেই বাংলাদেশি সব পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করে দেশটি। গতকাল রাতে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কাছে এ সংক্রান্ত একটি চিঠি লেখেন ট্রাম্প।
এদিকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের দাম বেড়ে যাবে, যার ফলে ভারত টেক্সটাইল খাতে আরও বেশি অর্ডার পাবে এমন প্রত্যাশায় এ খাতের শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে।