হামাসের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে পরোক্ষ আলোচনা চালাতে একটি প্রতিনিধিদল কাতারে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার (৫ জুলাই) এক বিবৃতিতে নেতানিয়াহুর দপ্তর জানায়, আজ রোববার (৬ জুলাই) কাতারে আলোচক দল পাঠানো হবে।
খবর সিবিএস নিউজের সুত্রে জানা যায়, নেতানিয়াহু স্পষ্ট করে দিয়েছেন, হামাসের প্রস্তাবিত কিছু পরিবর্তন ইসরায়েলের জন্য গ্রহণযোগ্য নয়।
এর আগে শুক্রবার (৪ জুলাই) হামাস জানায়, তারা যুদ্ধবিরতি সংক্রান্ত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাধীন প্রস্তাবের প্রতি ইতিবাচক সাড়া দিয়েছে এবং আলোচনার জন্য প্রস্তুত রয়েছে।
হামাসের দাবি, তারা মিশর ও কাতারের মধ্যস্থতায় দেওয়া সাম্প্রতিক প্রস্তাবের কাঠামো নিয়ে আলোচনায় আগ্রহী। এক ফিলিস্তিনি কর্মকর্তা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, হামাস চায়, যুদ্ধবিরতির পর ইসরায়েল যেন ২ মার্চের পূর্ববর্তী অবস্থানে ফিরে যায় এবং ৬০ দিনের বিরতির পর স্থায়ী যুদ্ধসমাপ্তি ঘোষণা করে।