ইসরায়েল থেকে হত্যার হুমকির কারণে সামরিক পোশাক ছেড়ে ছদ্মবেশ ধারণ করেছিলেন ইরানের শীর্ষ জেনারেল আলী শাদমানি। তার সঙ্গে ছিল না কোনো স্মার্ট ডিভাইস কিংবা মোবাইল ফোন। তবুও ইসরায়েল তাকে শনাক্ত করে হত্যা করেছে বলে দাবি উঠেছে।
ইরানের খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার নিযুক্ত আলী শাদমানিকে দায়িত্ব গ্রহণের মাত্র চার দিন পরেই হত্যা করা হয়।
শাদমানিকে হত্যার পর ইরানজুড়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার নিষিদ্ধ করা হয়। সরকারের পক্ষ থেকে দাবি করা হয়, হোয়াটসঅ্যাপের মাধ্যমে তথ্য ফাঁস হওয়াতেই শাদমানিকে শনাক্ত করতে পেরেছিল ইসরায়েল।
এ দাবির বিরোধিতা করে মুখ খুলেছেন নিহত জেনারেলের মেয়ে মাহদিহ শাদমানি। তিনি এক পোস্টে বলেন, ‘আমার বাবা মোবাইল ফোনসহ কোনো স্মার্ট ডিভাইস ব্যবহার করতেন না। প্রতি কয়েক ঘণ্টা পরপর তার অবস্থান পরিবর্তন করা হতো। সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকল অনুসরণ করা হচ্ছিল। তবুও তিনি হত্যার শিকার হন।’