কুমিল্লার মুরাদনগরে নারীকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আলোচিত গ্রেপ্তার ৪ জনের তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৩ জুলাই) শুনানি শেষে ১১ নং আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মমিনুল হক এ আদেশ দেন।
মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন, পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার ৪ জনের ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত ৩ দিনের রিমান্ড দিয়েছেন।
প্রসঙ্গত, গত ২৬ জুন রাতে ঘরের দরজা ভেঙে এক নারীকে (২৩) পাশবিক নির্যাতনের অভিযোগ ওঠে। এক পর্যায়ে একদল লোক ঘরে ঢুকে ভুক্তভোগী নারী ও ধর্ষণে অভিযুক্ত ফজর আলীর ওপর নির্যাতন চালায়। পরে তা ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।