কুমিল্লার মুরাদনগরে নারীসহ ৩ জনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৯টায় ভাঙ্গরা বাজারে করইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কড়ইবাড়ি গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী রোকসানা আক্তার রুবি (৫৫), তার ছেলে রাসেল মিয়া (২৮), মেয়ে জোনাকি আক্তার (২২)। এ ছাড়াও গণপিটুনিতে একজন আহত হয়েছেন বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
স্থানীয় একটি সুত্রে জানা যায়, রুবি ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। আজ সকাল ৯টার টার দিকে এলাকাবাসী ওই বাড়িতে হানা দিয়ে তাদেরকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়।
ভাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।