এবার ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে স্পেনের শীর্ষস্থানীয় স্টিল প্রস্তুতকারক কোম্পানি সিডেনর। মঙ্গলবার (১ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছে জানিয়েছে সংবাদ সংস্থা আনাদোলু।
সিডেনর জানিয়েছে, তারা এখন থেকে ইসরায়েলে কোনো পণ্য রপ্তানি করবে না। প্রতিষ্ঠানটির ভাষায়, এই সিদ্ধান্তের আর্থিক প্রভাব খুবই সীমিত, কারণ ইসরায়েলে তাদের মোট বিক্রির মাত্র ০.৫ শতাংশেরও কম।
সংবাদমাধ্যম ‘দ্য ডিচ’এর সুত্রে জানা যায়, গত আগস্ট থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত ইসরায়েলি রাষ্ট্রায়ত্ত অস্ত্র প্রস্তুতকারী সংস্থা আইএমআই সিস্টেমে সিডেনর প্রায় ১,২০৭ টন স্টিল রপ্তানি করেছে।
স্থানীয় এক গণমাধ্যম জানিয়েছে, তদন্ত প্রকাশের পর জনমতের চাপ বাড়ে, এবং সেই পরিপ্রেক্ষিতে সিডেনর ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত নেয়।