১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তির কার্যক্রম পুনরায় শুরু করতে ভারতকে আহ্বান জানিয়েছে পাকিস্তান। নেদারল্যান্ডের হেগের স্থায়ী সালিশি আদালত গত ২৭ জুন ভারত-পাকিস্তানের সিন্ধু পানি চুক্তির সম্পূরক রায় ঘোষণা করে।
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর সোমবার (৩০ জুন) এক বিবৃতিতে বলেছে, ‘আদালতের ২৭ জুনের রায় আমাদের অবস্থানকে সমর্থন করেছে। সিন্ধু জলচুক্তি এখনো কার্যকর আছে এবং ভারত একতরফাভাবে এ নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। আমরা ভারতকে আহ্বান জানাই, তারা যেন অবিলম্বে চুক্তির স্বাভাবিক কার্যক্রম শুরু করে এবং সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে।’
অন্যদিকে, শুক্রবার (২৭ জুন) ভারত চূড়ান্তভাবে আদালতের রায় প্রত্যাখ্যান করে জানায়, পাকিস্তানের সঙ্গে বিরোধ নিষ্পত্তির যে তথাকথিত কাঠামো আদালত অনুসরণ করছে, ভারত তা মেনে নেয় না।