ইসরায়েলি হামলার মাঝেও নির্ভীকভাবে রাষ্ট্রীয় টেলিভিশনে সংবাদ পাঠ করে নজর কেড়েছেন ইরানি উপস্থাপিকা সাহার এমামি। গত ১৬ জুন যুদ্ধের সময় ইরানের আইআরআইবি (IRIB) চ্যানেলে হামলার মাঝেও লাইভ সম্প্রচার চালিয়ে তার সাহসিকতার জন্য তাকে ভেনেজুয়েলার জাতীয় সাংবাদিক দিবসে ‘সিমন বলিভার’ পুরস্কারে ভূষিত করা হয়।
হামলার পর আবারও ক্যামেরার সামনে দাঁড়িয়ে সম্প্রচার চালু করার জন্য সাহারকে বিশেষ সম্মান জানানো হয়। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেন, এটি শুধু এক সাংবাদিকের সাহস নয়, বরং ইরানি জাতির প্রতিরোধের প্রতিচ্ছবি। তিনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করেন এবং ফিলিস্তিনিদের প্রতি তাদের হত্যাকাণ্ডের জন্য পশ্চিমা বিশ্বকে দৃষ্টান্তহীন থাকার অভিযোগ করেন।
বিশ্লেষকরা বলছেন, এই পুরস্কার শুধু সাহার এমামির জন্য নয়, বরং সেই সব সাংবাদিকদের জন্য যারা জীবন বাজি রেখে সত্য প্রচার করে যাচ্ছেন। সাহার এমামির সাহসিকতা বিশ্বে নিপীড়িত মানুষের কণ্ঠস্বর তুলে ধরার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।