পাকিস্তান ও চীন মিলে দক্ষিণ এশিয়ায় একটি নতুন আঞ্চলিক জোট গঠনের উদ্যোগ নিচ্ছে, যা সার্কের বিকল্প হিসেবে কাজ করবে। বাংলাদেশও এ উদ্যোগে যুক্ত রয়েছে। সম্প্রতি চীনের কুনমিংয়ে অনুষ্ঠিত ত্রিপাক্ষিক বৈঠকে এই পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
গত (১৯ জুন) কুনমিংয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে তিন দেশের শীর্ষ কূটনীতিকরা সার্কের সদস্য দেশগুলোকে নতুন জোটে আমন্ত্রণ জানাতে চায়। যদিও ভারতকে আমন্ত্রণ দেওয়া হতে পারে, তবে দিল্লির ইতিবাচক সাড়া পাওয়া কঠিন বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে শ্রীলঙ্কা, মালদ্বীপ ও আফগানিস্তান নতুন জোটের সদস্য হতে পারে।
নতুন জোটের প্রধান লক্ষ্য হবে দক্ষিণ এশিয়ার বাণিজ্য ও যোগাযোগ বৃদ্ধি করে আঞ্চলিক সম্পৃক্ততা বাড়ানো। সার্ক দীর্ঘদিন ধরেই পাকিস্তান-ভারতের বিরোধের কারণে কার্যকর নয়। নতুন এই উদ্যোগ সেই শূন্যস্থান পূরণে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।