সম্প্রতি যুক্তরাষ্ট্রের হামলা ইরানের পারমাণবিক স্থাপনায় বড় ধরণের কোনো ক্ষতি করতে পারেনি বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতিরঞ্জন করে এসব হামলাকে বড় সাফল্য হিসেবে উপস্থাপন করছেন, যদিও বাস্তবে তেমন কিছু ঘটেনি।
আজ সোমবার (৩০ জুন) দেওয়া এক বিবৃতিতে খামেনি বলেন, “তারা আসলে কিছুই করতে পারেনি, আর সেই ব্যর্থতা ঢাকতেই এত বড় কথা বলছে।”
এর আগে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, “আমরা হামলা চালিয়ে তাদের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করেছি এবং তারপর থেমে গিয়েছি। এটা ছিল এক ভয়ঙ্কর রকমের ১২ দিন।” গত ১৩ জুন শুরু হওয়া ইসরায়েল-ইরান সংঘাতের পর ইসরায়েল প্রথমে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এতে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ৬০৬ জন নিহত ও ৫ হাজারের বেশি মানুষ আহত হন।
পরবর্তীতে যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতে যুক্ত হয়ে ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইসফাহান পারমাণবিক কেন্দ্রে হামলা চালায়। এর পাল্টা জবাবে ইরান ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়, যাতে ২৯ জন নিহত এবং প্রায় সাড়ে তিন হাজার মানুষ আহত হন বলে জানিয়েছে হিব্রু ইউনিভার্সিটি অব জেরুজালেম। সংঘাত দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করছে আন্তর্জাতিক মহল।